টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে গাছে উঠে পতাকা টাঙাতে গিয়ে ব্রাজিল সমর্থক এক কিশোরের মৃত্যু হয়েছে।রোববার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
নিহত রাশেদ উপজেলার প্রতীমা বংকী এলাকার কুয়েত প্রবাসী বছির উদ্দিনের ছেলে এবং প্রতীমা বংকী ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।গত ২৮ মে বিকালে ঢাকা-সাগরদিঘি সড়কের প্রতীমা বংকী এলাকার মেহগনিগাছ থেকে পা পিছলে সড়কে পড়ে যায়। এ সময় একটি চলন্ত বাস তাকে চাপা দেয়।
রাশেদ হাসানের চাচা আবুল কালাম আজাদ জানান, ঘটনার দিন বিকালে মেহগনিগাছে ব্রাজিলের পতাকা টাঙাতে উঠে রাশেদ। হঠাৎ সে পা পিছলে সড়কের চলন্ত একটি বাসের সামনে পড়ে যায়। এ সময় বাসের চাকায় পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাত দিন ধরে চিকিৎসা নেয়ার পর রোববার রাতে তার মৃত্যু হয় বলে জানান আবুল কালাম।