কোচিংয়ে যাওয়ার পথে ছাত্রীকে যৌন হয়রানি, যুবককে গণধোলাই

ঢাকা: কোচিংয়ে যাওয়ার পথে এক ছাত্রীকে যৌন হয়রানি করায় পুরান ঢাকায় আকাশ (২৫) নামে এক যুবককে গণধোলাই দিয়েছে বিক্ষুব্ধ জনতা।সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর চকবাজারের ধনিরপুল এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চম শ্রেণির ওই ছাত্রী চকবাজার এলাকার একটি কোচিং সেন্টারে যাচ্ছিল। পথিমধ্যে আকাশ নামে ওই যুবক তাকে নানা অশালীন কথাবার্তা বলতে থাকে। ছাত্রীটি এ সময় ধনিরপুলের এক দোকানদারকে বিষয়টি জানালে তিনি ওই যুবককে আটক করেন।

পরে আরও কয়েকজন পথচারী এসে ওই যুবককে গণধোলাই দেন। কিছুক্ষণ পর ছাত্রীর মা ও দাদি এলে ওই যুবক তাদের কাছে পা ধরে ক্ষমা চেয়ে এ যাত্রায় পার পায়।