এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস ছাড়

takaডেস্ক রিপোর্ট: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের (বেতনের ২৫ শতাংশ) অর্থ ছাড় হয়েছে।সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম সিদ্দিকী (সাধারণ প্রশাসন) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মাউশির অধীনস্ত স্কুল ও কলেজ শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের বোনাসের আটটি চেক নির্ধারিত অনুদান বণ্টনকারী চারটি ব্যাংকের শাখায় পাঠানো হচ্ছে। শিক্ষক-কর্মচারীরা বেতন-বোনাসের অর্থ আগামী ১১ জুনের মধ্যে উত্তোলন করতে পারবেন।

গতকাল রোববার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন-ভাতার অনুমোদন দেওয়া হয়। এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) বেতনের আটটি চেক নির্ধারিত অনুদান বণ্টনকারী চারটি ব্যাংকের শাখায় পাঠানো হয়। আগামী ১০ জুনের মধ্যে এ অর্থ উত্তোলন করা যাবে।

প্রসঙ্গত, এমপিও শিক্ষকদের বেতন-ভাতাদি বণ্টনকারী ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী, রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়, জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে এসব চেক হস্তান্তর করা হয়।