যশোরে আন্তর্জাতিক ‘ক্লাব ফুট’ দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার: নানা কর্মসূচির মধ্যে দিয়ে যশোরে আন্তর্জাতিক ‘ক্লাব ফুট’ দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লেনকো ফাউন্ডেশনের ‘ওয়াক ফর লাইফের’ উদ্যোগে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।

যমেক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল কালম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার এএইচএম আব্দুর রউফ। এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক ডাক্তার গোলাম ফারুক, ডাক্তার আ ন ম বজলুর রশীদ, গ্লেনকো ফাউন্ডেশনের প্রকল্প ম্যানেজার কাজী মুনইমুল হুদা, হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারি, সেবিকাসহ চিকিৎসা গ্রহণকারী শিশুদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, সরকার আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্লাব ফুটের প্রতিবন্ধকতা মুক্ত করতে কাজ করছে। তাদেরকে সকলকে সরকারের এ উদ্দেশ্য বাস্তবায়নে দেশ থেকে ক্লাব ফুট নিরাময়ে কাজ করতে হবে।