ঢাকা: দায়িত্ব পালনকালে নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের ঈদ উপহার দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী।বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জনগণের জানমালের নিরপত্তা বিধানকালে প্রতি বছর অনেক পুলিশ সদস্য নিজেদের জীবন উৎসর্গ করেন।
২০১৭ সালে ১৩০ জন পুলিশ সদস্য কতর্ব্যরত অবস্থায় জীবন দিয়েছেন। এ কারণে ১৩০ জন পুলিশ সদস্যের প্রত্যেকের পরিবারকে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা বার্তা, খাদ্য ও উপহার সামগ্রী দিয়েছেন পুলিশ প্রধান। জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সঙ্গে সমাজ ও রাষ্ট্র সব সময় থাকবে।
উল্লেখ্য, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এবারই প্রথমবারের মতো এ ধরনের উপহার দেওয়া হলো।