‘কাঠগড়ায় শরৎচন্দ্র’-এ ঝিলিক

বিনোদন প্রতিবেদক : তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ নির্মাণ করছেন ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমা। এরই মধ্যে সিনেমাটির প্রথম লটের কাজ শেষ হয়েছে। এতে অভিনয় করছেন গাজী রাকায়েত, ফেরদৌস, পপি, শাহনূর, আনিসুর রহমান মিলন, তমা মির্জা, মৌসুমি হামিদ। তারকা বহুল এ সিনেমায় এবার যুক্ত হলেন নবাগত চিত্রনায়িকা আসমা ঝিলিক এমনটাই জানিয়েছেন নির্মাতা আরিফ।

এ প্রসঙ্গে আসমা ঝিলিক বলেন, ‘‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমাটির গল্প ভিন্ন। এ ধরণের সিনেমায় এর আগে কখনো অভিনয় করিনি। আমার চরিত্রটি ছোট হলেও ভালো। এতে আমি ইন্দ্রনাথের আনন্দ দিদির চরিত্রে অভিনয় করছি। গতকাল ৬ জুন এতে চুক্তিবদ্ধ হয়েছি।’

প্রখ্যাত বাঙালি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঘিরে নির্মাণাধীন এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা গাজী রাকায়েত। দেবদাস চরিত্রে চিত্রনায়ক ফেরদৌস, পার্বতী চরিত্রে চিত্রনায়িকা পপি, রাজলক্ষ্মী চরিত্রে মৌসুমি হামিদ, গহর চরিত্রে আনিসুর রহমান মিলন, কমল লতা চরিত্রে নবাগত চিত্রনায়িকা প্রকৃতি, অচলা চরিত্রে তমা মির্জা, মহিম চরিত্রে নিরব এবং সুরেশ চরিত্রে শিশির আহমেদ অভিনয় করছেন। এছাড়াও এতে অভিনয় করছেন রামেন্দু মজুমদার, খোরশেদ আলম খসরু, ফরহাদ হায়দার, আমিন সরকার, তৌহিদুল ইসলাম, রাশেদ প্রধান, ইশরাত জাহান, আরিশা, অমল ঘোষ প্রমুখ।

ইভেন্ট প্লাস প্রযোজিত এ সিনেমার কাহিনি লিখেছেন হাসিম আখতার মো. করিম দাদ। এর ছয়টি গানের গীতিকার মো. রফিকুজ্জামান। সংগীত পরিচালনা করছেন আলী আকরাম শুভ। চিত্রগ্রহণ করছেন তপন আহমেদ।