সাভারে স্মৃতিসৌধের সীমানা প্রাচীরে যুবকের মৃতদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি: সাভারের জাতীয় স্মৃতিসৌধের সীমানা প্রাচীরের ভিতের কচুরিপানা থেকে ভ্যানচালক যুবকের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।

dhaka newsশুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে স্মৃতিসৌধের পিছনের সামীনা প্রাচীরের কুচরি পানা থেকে এই নয়ন মিয়ার (২৫) মৃতদেহ উদ্ধার করা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের জখমের চিহৃ রয়েছে ও যুবকের মাথা কচুরি পানা কাঁদা মাটির মধ্যে চাপা দেয়া অবস্থায় ছিলো।

নিহত নয়ন মিয়া যশোরের ঝিকরগাছা থানার গনি মিয়ার ছেলে। আশুলিয়ায় কুরগাঁরে ভ্যান চলাতো ও পরিবারসহ এখানেই বসবাস করতো।

নয়নের মা বিলাপ করে জানান, রাত দুইটার দিকে হঠাৎ কাজের কথা বলে নয়ন মিয়া ঘর থেকে বের হয়ে যায়। তারপর থেকে আর কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছিলো না। পরে আজ সকালে লোক মুখে শুনে ঘটনাস্থলে ছুটে এসে ছেলেও ক্ষতবিক্ষত নিথর দেহ দেখতে পায়।

আশুলিয়া থানার এস আই ছোটন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে খুনিরা যুবকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার করে লাশ এখানে ফেলে গেছে। নিহতের পরনে লুঙ্গি আর গেঞ্জি ছিলো। তদন্ত করে খুনের কারণ ও খুনীদের আটকের চেষ্টা চলছে।