ভক্তের আঘাতে কান ভাঙল বিরাট কোহলির!

berat khoheliস্পোর্টস ডেস্ক: অনেক ঘটা করে দিল্লির মাদাম তুসোর মিউজিয়ামে বিরাট কোহলির মূর্তি বসানো হয়েছিল। তবে দিন গড়াতে না গড়াতেই সমস্যা। কোহলির মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ হিসেবে অবশ্য কোহলির আকাশচুম্বী জনপ্রিয়তাকেই দায়ী করা হচ্ছে।

মূর্তি উন্মোচনের পরে মিউজিয়ামে ঘুরতে আসা দর্শকদের কাছে প্রধান আকর্ষণই ছিল বিরাট কোহলির মোমের মূর্তি। ভক্তদের সেলফি তোলা চলছিল অবিরাম।

শত শত দর্শকদের সেলফি— চাহিদার কাছে শেষ পর্যন্ত ‘হার’ মানে মূর্তি! কোহলির মূর্তির কানের একটি অংশ ভেঙে যায়। মাদাম তুসোর মিউজিয়াম থেকেই এবার সরকারিভাবে জানানো হলো এই কথা।

কোহলির মুখের ভাঙা অংশ নজরে আসার পরেই তৎপরতা শুরু হয় কর্মকর্তাদের মধ্যে। সারানোর পরে ফের মূর্তিটি বসানো হয়েছে জাদুঘরে।

এক কর্মকর্তা এক ভারতীয় সংবাদমাধ্যমে জানান, ‘কোহলির মূর্তিটির কান ভেঙে গিয়েছিল। তবে এখন সারিয়ে তোলা হয়েছে। দর্শকদের আবেদন করা হচ্ছে, তারা যেন পুনরায় সেলফি তোলেন জাতীয় দলের অধিনায়কের মূর্তির সঙ্গে।’

গত বুধবার কোহলির মূর্তি উন্মোচনের পরে এলিট সারিতে শচীন টেন্ডুলকার, কপিল দেবদের সঙ্গে বসে পড়েন। শচীন-কপিলের পর তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে মোমের মিউজিয়ামে মূর্তি বসেছিলেন তারকা ক্রিকেটারের।