‘ঈদ বোনাস দয়া নয়, শ্রমিকের অধিকার’

ঢাকা: অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পতাকা মিছিল পূর্ব সমাবেশে সংগঠনটির নেতারা এ দাবি জানান।

বক্তারা বলেন, ‘ঈদ বোনাস শ্রমিকদের প্রতি মালিকের দয়া নয়, বরং শ্রমিকের আইনগত অধিকার।’
তারা বলেন, ‘বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বোনাস ও বেতন-ভাতা পরিশোধের দাবি করা হয়েছিল। আজ ২৩ রমজান চললেও অধিকাংশ কারখানাই শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করেনি। আমরা অবিলম্বে সকল গার্মেন্টস শ্রমিকদের ঈদ বোনাস ও বেতন-ভাতা পরিশোধের দাবি জানাচ্ছি।’

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আরিফা আক্তার, কেন্দ্রীয় নেতা মো. ফারুক খান, মিস শাফিয়া পারভীন, ফরিদুল ইসলাম প্রমুখ।