টাঙ্গাইল: ইয়াবা কেনার টাকা জোগাড় করার জন্যই টাঙ্গাইলের কাজি শামসুল হককে হত্যা করেছে দুই মাদকাসক্ত যুবক। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই দুই যুবক শহরের কাগমারা এলাকার অমিত ওরফে সাব্বির এবং পশ্চিম আকুর টাকুর পাড়ার আকন্দ বুধবার টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শহরের পূর্ব আদালতপাড়ার অধিবাসী কাজি শামসুল হকের মরদেহ ১ জুন সকালে শহরের দক্ষিণ কাগমারা এলাকার একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। আগের রাতে তিনি একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন।মরদেহ উদ্ধারের পর শামসুল হকের মেয়ে বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেন। পরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।