বিনোদন ডেস্ক: ডিভোর্সের পর দুই সন্তানকে নিয়ে একাই থাকেন কারিশা কাপুর। পরিবার তাকে বিয়ে দিতে চাইলেও কিছুতেই রাজি হচ্ছেন না এ বলি তারকা।
কারণ হিসেবে কারিশমার বাবা রণধীর কাপুর জানিয়েছেন, মেয়েকে বিবাহিতা হিসেবে দেখতে চান তিনি। কিন্তু কারিশমার বিয়ে করার আর কোনো আগ্রহ নেই।
এদিকে ব্যবসায়ী সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে কারিশমার সম্পর্ক নিয়ে এক সময় জোর জল্পনা ছিল ইন্ডাস্ট্রিতে। তাদের বেশ কিছু জায়গায় ফ্রেমবন্দি করেছেন পাপারাজ্জিরা। তারা নাকি বিয়েও করবেন।
এ বিষয়ে রণধীর বলেন, কারিশমার সঙ্গে সন্দীপের সম্পর্ক পুরোটাই গুজব। তিনি সন্দীপকে চেনেনই না।
তার মতে, সন্দীপ কারিশমার বন্ধু হতে পারে। কিন্তু কারিশমা এখন সিঙ্গেল। ফলে বন্ধুর সঙ্গে তাকে কোথাও দেখা গেলে, তার মধ্যে কোনো ভুল নেই বলেই মনে করেন রণধীর।
তিনি আরও জানান, কারিশমার নতুন করে সংসার শুরু করা নিয়ে তাদের পরিবারে আলোচনা হয়েছে। কিন্তু কারিশমা নিজেই তাতে নতুন করে কোনো আগ্রহ দেখাননি।
বরং দুই সন্তান সামাইরা এবং কিয়ানকে বড় করে তোলার দিকেই কারিশমা এখন নজর দিতে চান বলে জানান রণধীর।