রাজশাহীতে রফতানিযোগ্য রঙিন আম

mangoরাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে রফতানিযোগ্য রঙিন আম নিয়ে গবেষণা শুরু হয়েছে। ইতোমধ্যে রাজশাহী ফল গবেষণা কেন্দ্র আমের জাত ছাড়করণ কারার কাজ শুরু করেছে। সুন্দর এ আমের পরীক্ষামূলক চাষ হচ্ছে রাজশাহীতে।

রাজশাহীর ফল গবেষণা ইনস্টিটিউটের গাছে ঝুলছে রঙিন আমগুলো। আমগুলো দেখতে খুব সুন্দর। স্বাদও খুব চমৎকার বলে দাবি কর্মকর্তাদের। ফল গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা বলছেন, এ আমগুলো স্বাদে ও গুণে ভালো হওয়ার কারণে অসাধারণ। বিদেশে রফতানির বিষয়টি মাথায় রেখেই নতুন এ জাতের আম গবেষণা করা হচ্ছে। এ আমটি প্যাকেট ছাড়াই প্রাকৃতিক উপায়ে চাষ করা যাবে।

বাংলাদেশ এগ্রিকালচার রিসার্স ইনস্টিটিউটের প্রমোলজি ডিভিশনের অধ্যক্ষ বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. বালুল চন্দ্র সরকার, প্রমোলজি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মনরঞ্জন ধার, কর্মকর্তা মাহরুফা আফরোজ, কর্মকর্তা অনিন্দিতা রায় আমটি দেখেছেন। এসময় তার সঙ্গে ছিলেন রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলীম উদ্দিন, কর্মকর্তা আতিকুর রহমান প্রমুখ।