ঈদের আগেই চাকরি হারাচ্ছেন ‘ইতিহাদের’ বাংলাদেশি কর্মীরা

etihadডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিমানসেবা প্রতিষ্ঠান ‘ইতিহাদ এয়ারওয়েজ’ তাদের বাংলাদেশ রুট বন্ধ করে দিচ্ছে৷ আগামী ১ অক্টোবর থেকে তাদের এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

ইতিহাদের এ সিদ্ধান্তের সংস্থায় কর্মরত বাংলাদেশি কর্মীরা চাকরি হারাচ্ছেন৷ আসন্ন ঈদুল ফিতরের আগে এমন খবরে বিপর্যস্ত ওইসব কর্মীরা৷

১২ বছর ধরে একটানা ঢাকা থেকে বিমানসেবা পরিচালনা করছিল সংযুক্ত আরব আমিরশাহীর বিমান সংস্থা ‘ইতিহাদ এয়ারওয়েজ’৷

শুধু ইতিহাদ নয়, আমিরশাহীর আরও এক গুরুত্বপূর্ণ বিমান সংস্থা ফ্লাই দুবাই তাদের চট্টগ্রাম থেকে বিমানসেবা বন্ধ করে দিয়েছে৷

ইতিহাদ জানিয়েছে, ঢাকা থেকে ফ্লাইট বন্ধের তথ্য আগেই বাংলাদেশের ব্যবসায়িক পার্টনার ও ট্রাভেল এজেন্টদের চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে৷

তাতে বলা হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে ইতিহাদ ঢাকা থেকে নিজস্ব বিমানে ফ্লাইট পরিচালনা করবে না।

তবে যারা আগেই ১ অক্টোবরের পরের ফ্লাইটের টিকিট কেটেছেন তাদের ঢাকা থেকে জেট এয়ারওয়েজের মাধ্যমে মুম্বাই, দিল্লি বা কলকাতা হয়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেয়া হবে। ইতিহাদ ও জেট এয়ারওয়েজ পার্টনার৷

চিঠিতে আরও বলা হয়েছে, যারা ঢাকা থেকে সরাসরি আবুধাবির ফ্লাইট বুকিং করেছেন তাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে নিয়ে যাওয়া হবে৷

রুট গোটানো প্রসঙ্গে বাংলাদেশে ইতিহাদ এয়ারওয়েজের সেলস ম্যানেজার শামিমুল ইসলাম জানিয়েছেন, কেন রুট বন্ধ হচ্ছে এই বিষয়টি হেড অফিস আমাদের জানায়নি। তবে কারণগুলোর মধ্যে জিএসএ একটি কারণ হতে পারে। তবে যাত্রীদের দুর্ভোগে পড়তে হবে না। কোড শেয়ারের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে জেট এয়ারওয়েজ। কোনো চার্জ ছাড়াই কেউ চাইলে টিকিটিটি রিফান্ড করতে পারবেন।