কক্সবাজারে পাহাড় ধস ও গাছচাপায় প্রাণ হারালেন ২ জন

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসে মাটি চাপায় ও উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গাছচাপায় দুজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার সকালে মহেশখালীর পানিরছড়া এলাকা এবং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের তেলিপাড়া এলাকায় এ ঘটে।

নিহতরা হলেন- উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার বাসিন্দা মো. বাদশা মিয়া (৩৫) এবং উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের জামতলী এলাকার হোসেন আহমদের ছেলে মোহাম্মদ আলী (২০)।

মহেশখালীর ওসি প্রদীপ কুমার দাস বলেন, সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মহেশখালীতে গত কয়েকদিন থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আজ সকালে হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকায় ভারী বৃষ্টিপাতের সময় পাহাড় ধসে বাড়ির পেছনের অংশের ওপর এসে পড়ে। এতে ঘটনাস্থলে মাটিচাপা পড়ে বাদশা মিয়ার মৃত্যু হয়।

এদিকে, উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, ভারী বৃষ্টিপাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের জামতলী এলাকায় গাছচাপায় মোহাম্মদ আলী নামের একজনের মৃত্যু হয়।নিহতের মৃতদেহ উদ্ধার করে ক্যাম্পের স্থানীয় এক হাসপাতালে রাখা হয়েছে বলে জানান ওসি।