বাড়ি যেতে যেতে মেনে চলুন

ডেস্ক রিপোর্ট: ঈদে বাড়ি যেতে যেতে আমাদের মধ্যে এত অস্থিরতা শুরু হয়, আমরা যে বিপজ্জনক রাস্তায় যাই সেটা মনেই থাকে না। যার ফলে ছোট ছোট দুর্ঘটনা থেকে শুরু করে বড় দুর্ঘটনা ঘটে যায়। আসুন, জেনে নিই কিছু সতর্কতা।

• লাগেজে প্রয়োজনীয় জিনিসপত্র ভালোভাবে গুছিয়ে নিন।

• বার বার চেক করুন কিছু যেন বাদ না পড়ে।

• প্রয়োজনীয় জিনিসের তালিকায় এক নম্বরে রাখা দরকার প্রয়োজনীয় ঔষধ। যাদের হার্টের অসুখ, প্রেসার বা ডায়াবেটিস আছে তারা অবশ্যই ঔষধের তালিকা ধরে তা গুছিয়ে নিবেন।

• ব্যাগে মোবাইল ফোন, চার্জার, নগদ কিছু টাকা নিয়ে নিন।

• কিছু শুকনা খাবারও রাখুন সাথে। শিশু এবং যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য শুকনা খাবারগুলো সাথে নেয়া খুব দরকার।

• প্রয়োজনীয় টাকা একজনের ব্যাগে না নিয়ে বাড়ি ফেরার সময় তা অন্যদের ব্যাগে ভাগাভাগি করে নিয়ে নিন। তাতে হারিয়ে গেলেও সব একেবারে হাতছাড়া হবে না।

• ঈদের পরে আপনার যদি বিশেষ কোনো অনুষ্ঠান যেমন: বিয়ে বা জন্মদিনের দাওয়াত এসবের কোনো প্ল্যান থাকে তবে সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য যেসব দরকার তা ঠিকঠাক মতো নিয়েছেন কিনা দেখে নিন।

• বাড়ি ফেরার তাড়ায় রাস্তাঘাটে একদমই তাড়াহুড়া করবেন না।

• ভালোভাবে দেখে রাস্তা পার হবেন।

• যানবাহনে কোনো জিনিস ফেলে যাচ্ছেন কিনা তা ভালোভাবে খেয়াল করুন।

• বাসে চলার সময় হাত জানালা দিয়ে বের করবেন না।

• লঞ্চে যাতায়াতে লঞ্চঘাটে সাবধানে চলাচল করবেন।

• ট্রেনে, লঞ্চে বা গাড়িতে ঝুঁকিপূর্ণভাবে ঝুলে যাবেন না।

• বাড়ি ফেরার সময় রাস্তায় অপরিচিত লোকের দেয়া কিছু খাবেন না।