গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নির্মাণাধীন একটি ভবনে বজ্রপাতে মা, ছেলে ও ভাগিনাসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
রোববার(১ জুলাই) বিকেলে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিন সন্তোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মা রাশেদা বেগম(৩০) ছেলে আসিফ(১৪), ভাগিনা সিয়াম(০৯)।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে হঠাৎ করে বৃষ্টি শুরু হলে মা, ছেলে ও ভাগিনাসহ একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেয়। সেখানে বজ্রপাতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।