ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের এটাই সেরা সময় : রুনি

hari kenস্পোর্টস ডেস্ক: গ্রুপ পর্বে ২ জয় আর ১ হার নিয়ে রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ইংল্যান্ড। যেখানে তাদের প্রতিপক্ষ লাতিন আমেরিকান দেশ কলম্বিয়া। তবে দল যেভাবে খেলছে ইংল্যান্ড সমর্থকরা আশা করতেই পারে, এবার বেশ ভালো কিছুই পেতে যাচ্ছে তারা।

অন্তত তেমনটাই বিশ্বাস করেন সাবেক ইংলিশ অধিনায়ক ওয়েন রুনি। তার মতে, বর্তমানে ইংল্যান্ডের সোনালি যুগ চলছে। ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে জার্মানি, আর্জেন্টিনার মতো বিশ্বকাপ ফেবারিট দলগুলোও বাদ পড়ে গেছে। তাই তার মতে, এটাই ইংল্যান্ডের সেরা সময়। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরবার।

কিছুদিন আগেই ইংলিশ ক্লাব এভারটন থেকে আমেরিকান ক্লাব ডি সি ইউনাইটেডে যোগ দেন ইংল্যান্ডের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রুনি। সেখানে এবারের দলের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে রুনি জানান, ‘ইতোমধ্যেই কয়েকটা বড় বড় দল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। তাই আমার মতে এটাই সময় ইংল্যান্ডের সামনে এগিয়ে যাওয়ার। আর আমিও আশা করছি তারা এটা করতে পারবে।’

গ্রুপ পর্বে ইংলিশ খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে সাবেক ইংলিশ অধিনায়ক বলেন, ‘আমার মতে, তারা প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলা উপহার দিয়েছে। এটা দেখে সত্যিই ভাল লাগছে যে, দলে এখন দারুণ কিছু উদীয়মান খেলোয়াড় খেলে যাচ্ছে। মাঠে প্রচুর পরিশ্রম, হাই প্রেসিং, গোলের পর গোল আসলে একজন সমর্থক হিসেবে এগুলো দেখতেও ভাল লাগে।’

তবে বেলজিয়ামের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচ নিয়ে বেশ সহজ উত্তর দিলেন রুনি। তার মতে নকআউট পর্বে সুবিধা পেতেই দ্বিতীয় সারির দল খেলিয়ে হেরে এখন সেফ জোনে ইংলিশরা। রুনির মতে, ‘আসলে এই ম্যাচটাই এমন ছিল যে, কেউ আসলে জয়ী হওয়ার জন্য মাঠে নামেনি। হেরে যাওয়াটা হয়ত এখন বেশ সুবিধাই দিবে ইংল্যান্ড দলকে। কেননা এখন শেষ ষোলতে কলম্বিয়ার বিপক্ষে জয় লাভ করলে কোয়ার্টার ফাইনালে আমাদের সামনে তেমন বড় কোন দলই আর পড়ছে না।’