শিশু ইমনকে উদ্ধার অভিযান স্থগিত, সকাল ৭টায় ফের শুরু

12ডেস্ক রিপোর্ট: রাজধানীর কামরাঙ্গীরচরে ডোবার পানিতে নিখোঁজ শিশু ইমনকে উদ্ধার অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীরা। সন্ধ্যা হয়ে যাওয়ায় আগামীকাল ৭টায় ফের উদ্ধার কার্যক্রম শুরু হবে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা শহীদুর রহমান।

তিনি জানান, কাল সকাল বেলা উদ্ধার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সিটি কর্পোরেশনকে ডোবার ময়লা-আবর্জনা পরিষ্কার করার অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, কামরাঙ্গীরচরে বেড়িবাঁধের পাশে খেলাধুলা করার সময় আজ দুপুর আনুমানিক ১টার দিকে হৃদয় নামের এক শিশু ময়লা ডোবার পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে ইমন নামে তারই এক বন্ধু নিখোঁজ হয়।

স্থানীয় বাসিন্দারা হৃদয়কে উদ্ধার করতে পারলেও ইমনকে উদ্ধার করতে পারেননি। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা খবর পেয়ে ছুটে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন। মাগরিবের নামাজের পর অভিযান স্থগিত করা হয়।