নেইমারকে কেনার খবর অস্বীকার রিয়ালের

neymarস্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদে নেইমারের ট্রান্সফার নিয়ে গুজবের অন্ত নেই। বিশ্বজুড়ে চলছে বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা। এর মধ্যেও থেমে নেই নেইমারের ট্রান্সফার গুজব। উল্টো ডালপালা ছড়িয়ে সেই গুজব পরিণত হয়েছে বিশাল মহীরুহে। বিশ্বকাপের মধ্যেই খবর, নেইমারকে কিনতে পিএসজিকে নাকি ৩১০ মিলিয়ন ইউরো অফার করেছে রিয়াল মাদ্রিদ। তবে মঙ্গলবার সেই খবর পুরোপুরি উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টটি।

দীর্ঘদিন ধরেই নেইমারকে সান্তিয়াগো বার্নাব্যুতে নিতে স্বপ্ন দেখছেন রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। গেল বছর রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে নেইমারকে বাগিয়ে নিয়েছিল ফরাসি ক্লাব পিএসজি। সেই থেকে ব্রাজিলিয়ান পোস্টার বয়কে নিতে উঠে পড়ে লেগেছে মাদ্রিদের ক্লাবটি। ভেতরে ভেতরে চলছে নানা দেন-দরবার। বিশ্বকাপের আগে খবর রটেছিল, নেইমারের রিয়ালে যোগ দেওয়ার বিষয়টি নাকি অনেকটাই পাকাপাকি হয়ে গেছে। শুধু ঘোষণা দেওয়া বাকি।

এর মধ্যে শুরু হয়ে যায় বিশ্বকাপ ফুটবল। ফলে সেই আলোচনা কিছুটা ঢাকা পড়ে গিয়েছিল বিশ্বকাপ উন্মাদনায়। কিন্তু মিডিয়া তো বসে থাকার পাত্র নয়! স্প্যানিশ টিভি চ্যানেল ‘টিভিই’ সোমবার একটি প্রতিবেদন প্রচার করে। সেখানে তারা দাবি করেছে, নেইমারকে কিনতে প্যারিস সেইন্ট জার্মেইকে ৩১০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছে রিয়াল মাদ্রিদ। তারা আরো দাবি করেছে, নেইমারকে ৭ মৌসুমের জন্য চুক্তিবদ্ধ করছে রিয়াল। তার বাৎসরিক বেতন হবে ৪৫ মিলিয়ন ইউরো।

তবে এক বিবৃতে এই খবর উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। তারা বলেছে, ‘নেইমারের ট্রান্সফার নিয়ে টিভিই’র প্রতিবেদনে যে খবর বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। রিয়াল মাদ্রিদ পিএসজি বা নেইমারকে এধরনের কোন প্রস্তাব দেয়নি। কোনরকম সূত্র ছাড়া ও কারো সাথে যোগাযোগ না করে একটি টেলিভিশন এধরনের খবর প্রকাশ করায় রিয়াল মাদ্রিদ বিস্মিত।’

সূত্র : মার্কা।