শাহরুখের সঙ্গে শচীনের দেখা, অতঃপর…

saruk sochinস্পোর্টস ডেস্ক: শচীন টেন্ডুলকার ও শাহরুখ খান। একজন ক্রিকেটের লিটল মাস্টার, অন্যজন বলিউডের বাদশা। দুজনেই বেতাজ। দুই জগতের এই দুই তারকাকে এবার পাশাপাশি দেখা গেল। খবর আনন্দবাজারের।

সম্প্রতি একটি পার্টিতে শাহরুখের সঙ্গে দেখা হয় শচীনের। সেই মুহূর্তকে ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বয়ং শচীন। একই রকম টুপি পরে সেলফি তুলেছেন তারা। ক্যাপশনে শচীন লিখেছেন, ‘যাব এসআরকে মিট এসআরটি।’

সম্প্রতি ভারতের শীর্ষ শিল্পগোষ্ঠী পরিবার মুকেশ এবং নীতা আম্বানির ছেলে আকাশ আম্বানির প্রি-এনগেজমেন্ট পার্টিতে দেখা হয়েছিল শচীন ও শাহরুখের। রাজনীতি থেকে শুরু করে খেলা, ফিল্ম, বিজনেস বিভিন্ন দুনিয়া থেকে প্রথম সারির তারকারা উপস্থিত ছিলেন সে দিনের অনুষ্ঠানে।

একসঙ্গে পারফর্ম করেছেন বলিউড তারকাদের একটা বড় অংশও। সেখানেই এই সেলফি তুলেছিলেন শচীন। দুই তারকার ভক্তদের কাছে সোশ্যাল মিডিয়ায় এই ছবি এখন পছন্দের তালিকার শীর্ষে।