রাবি ভর্তি পরীক্ষায় প্রথমবারের মতো আসছে লিখিত পরীক্ষা!

হাসান মাহমুদ,রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথম বর্ষ (স্নাতক সম্মান) ভর্তি পরিক্ষায় এতোদিন ধরে এমসিকিউ পদ্ধতিতে নিলেও এবারই প্রথম এর পরিবর্তে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভর্তি পরীক্ষার্থীদের অর্থ সাশ্রয় ও ভোগান্তি কমাতে ভর্তি পরীক্ষার ধরনে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

তিনি বলেন, ‘মেধা যাচাইয়ে এমসিকিউ পরীক্ষার বিষয়ে নানান কথাবার্তা আছে। তাই এ বছর থেকে আমরা সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভর্তি উপ-কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী দুই ঘণ্টায় ১০০ মার্কসের পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। তবে এটা প্রাথমিক একটা সিদ্ধান্ত। ভর্তি কমিটির সভায় বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

নতুন এ পদ্ধতিতে পরীক্ষার্থীদের ভোগান্তি ও অর্থ সাশ্রয় হবে জানিয়ে উপ-উপাচার্য বলেন, ‘এর আগে অনেকদিন ধরে অনেকগুলো ইউনিটে পরীক্ষা নেওয়া হতো। পরীক্ষার্থীদের ভোগান্তি ও অর্থ সাশ্রয়ের বিষয়টি বিবেচনা করে এবার ইউনিট কমিয়ে ৪টি ইউনিটে দুই দিনে পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিকভাবে আগামী ২২ ও ২৯ অক্টোবর তারিখে পরীক্ষার দিন ঠিক করা হয়েছে। তবে ২৯ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় ভর্তি কমিটির সভায় তারিখ পরীবর্তন করা হবে।’

৪টি ইউনিটের প্রতি ইউনিটে ১৬ হাজার করে পরীক্ষার্থীকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে জানিয়ে আনন্দ কুমার সাহা বলেন, এ বছর দুই পর্যায়ে পরীক্ষার্থীদের বাছাই করা হবে। অনেকগুলো আবেদনের মধ্য থেকে রেজাল্টের মান দেখে প্রতি ইউনিটে ১৬ হাজার শিক্ষার্থীকে পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হবে।’

এদিকে এ বছরও সব বিশ্ববিদ্যালয়ের একসঙ্গে সমন্বিত ভর্তি পরীক্ষা হচ্ছে না। ভবিষ্যতে এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।