৯ বছরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ পেয়েছে সাড়ে ২২ লাখ যুবক

biran sikdarঢাকা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার জানিয়েছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে গত ৯ বছরে ২২ লাখ ৩৭ হাজার ৮৬ যুবক ও যুব মহিলাকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই সময়ে তাদের বেকার যুবক ও যুব মহিলাকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৫ লাখ ৮৬ হাজার ৫৯১ জনকে ৮১৬ কোটি ৩৩ লাখ ৬ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে।

রোববার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ড. বীরেন শিকদার এ তথ্য জানান।

মো. আনোয়ারুল আজীম (আনার)-এর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর বেকার যুবদেরকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক মোট ৭৫টি ট্রেডে দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।

একই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকার যুবগোষ্ঠীকে সম্পৃক্ত করতে সরকার ২০০৯-১০ অর্থবছর থেকে ‘ন্যাশনাল সার্ভিস কর্মসূচি’ বাস্তবায়ন করছে। এ কর্মসূচির আওতায় ২৪ থেকে ৩৫ বছর বয়সী উচ্চ মাধ্যমিক ও তদূর্ধ্ব শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বেকার যুবক ও যুবমহিলাকে ১০টি সুনির্দিষ্ট মডিউলে তিন মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ প্রদানের পর জাতিগঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।

ড. বীরেন শিকদার আরও জানান, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় গত বছর ডিসেম্বর পর্যন্ত এক লাখ ২৮ হাজার ৮৯৬ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং এক লাখ ২৬ হাজার ৫৬১ জনকে জাতিগঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে দুই বছরের অস্থায়ী কর্মে নিযুক্ত করা হয়েছে।

বীরেন শিকদার জানান, যুব উন্নয়ন অধিদপ্তর, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুলো এবং এস এ ট্রেডিংয়ের যৌথ উদ্যোগে ‘হাউজকিপিং’ বিষয়ে প্রশিক্ষণ প্রদানের ফলের ২০১৪ সাল থেকে ২০১৭ পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এক হাজার ৯৮৪ জন এবং হংকং-এ ৬১ জন মোট দুই হাজার ৪৫ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, যুবকদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আত্মকর্মসংস্থানের জন্য দক্ষতা প্রদানের সাথে সাথে উদ্যোক্তা হিসেবেও গড়ে তোলার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তরীকত ফেডারেশনের সদস্য এম এ আউয়ালের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, খেলাধুলার উন্নয়নে বর্তমানে ‘উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ-১ম পর্যায় (১৩১টি)’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

উক্ত প্রকল্পের সংশ্লিষ্ট সকল উপজেলায় মিনি স্টেডিয়ামসমূহের নামকরণ জাতির পিতার কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের নামানুসারে ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’। ওই প্রকল্পের আওতায় লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে।

জাতীয় পার্টির বেগম সালমা ইসলামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণের ফলে বর্তমানে যুব উন্নয়ন ও ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে। এ লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া পরিদপ্তর ও বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশন নানামূখী কর্মসূচি পরিচালনা করছে।