ভারী বর্ষণের আশঙ্কা

dhaka rainঢাকা: দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। সোমবার (৯ জুলাই) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের ওপর দিয়ে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ বলেন, ‘বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে।উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থনরত লঘুচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজমান রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।’