প্রকাশিত হবে সঞ্জয় দত্ত’র আত্মজীবনী

sanjay dattaবিনোদন ডেস্ক: তার জীবনী চলচ্চিত্র ‘সঞ্জু’র ব্যাপক সাফল্যের পর বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত’র আত্মজীবনী প্রকাশের উদ্যোগ নিয়েছে একটি আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা।

আগামী বছর ২৯ জুলাই সঞ্জয়ের ৬০তম জন্মদিনে বইটি প্রকাশ করবে হারপার কলিন্স। তার পেশাগত জীবন ছাড়াও একান্ত জীবনের একান্ত জীবনের চড়াই-উৎরাইগুলো আরও বিশদভাবে এই বইতে তুলে ধরা হবে।

প্রকাশকের পক্ষ থেকে বলা হয়েছে, সম্ভবত এটি হবে বলিউডের কোন স্মৃতিচারণমূলক গ্রন্থের মধ্যে সবচেয়ে অকপট এবং নাটকীয়। এতে অভিনেতাটির জীবনে যত চড়াই-উৎরাই আছে যত আছে আনন্দ আর বেদনা তার সব স্থান পাবে।

সঞ্জয় এক ভাষ্যে বলেছেন, “আমার বলার মত এত গল্প আছে যা বলার সুযোগ আগে পাইনি।”

এর আগে অনেক লেখক তার জীবনের বিভিন্ন গল্প প্রকাশ করেছেন কিন্তু এই প্রথম অভিনেতাটি তার নিজের ভাষ্যে তার মা অভিনেত্রী নার্গিসকে হারানো ‘রকি’ চলচ্চিত্র দিয়ে অভিনয়ে অভিষেক, আইনি সমস্যা, মাদকাসক্তি, বাবা অভিনেতা সুনীল দত্ত’র সঙ্গে বিরোধ, এবং কযয়কেবার প্রেমে ব্যর্থ হওয়ার বিষয়গুলো বইয়ের আকারে প্রকাশ করবেন।

রণবীর কাপুর অভিনীত সঞ্জয় দত্তর জীবনী চলচ্চিত্র ‘সঞ্জু’ ২৯ জুন মুক্তি পেযয়ে পর্যন্ত ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে। এই বছর তার জীবন নিয়ে চলচ্চিত্র ‘সঞ্জু’র ব্যাপক সাড়া জাগাবার পর আগামী বছর সঞ্জয় দত্ত’র আত্মজীবনী প্রকযাশিত হবে। বলিউড অভিনেতাটি তার অভিনয়ে নির্মিত থ্রিলার ফিল্ম সাহেব বিবি অওর গ্যাংস্টার’-এর ট্রেইলার বিমুক্ত করার সময় জানিয়েছেন আগামী বছর ২৯ জুলাই তার ৬০তম জন্মদিনে হার্পার কলিন্স তার আত্মজীবনীটি প্রকাশ করবে।