গোল্ডেন বুট তাহলে হ্যারি কেনেরই?

hari kanস্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ২০১৮ এর মাত্র একটা ম্যাচ বাকি। ফাইনাল। ক্রোয়েশিয়া বনাম ফ্রান্স। রাশিয়া বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু রোববার বাংলাদেশ সময় রাত ৯টায়। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ইংল্যান্ড থাকবে না, থাকবেন না তাদের অধিনায়ক হ্যারি কেনও। কিন্তু না থেকেও থাকবেন হ্যারি কেন। আলোচনায় যখন গোল্ডেন বুট তখন মনে হচ্ছে গ্যারি লিনেকারের পর ইতিহাসের দ্বিতীয় ইংলিশ হিসেবে সোনার বুটটা হ্যারি কেনের হাতেই উঠবে।

২৪ বছরের কেন এবারের টুর্নামেন্টে করেছেন ৬ গোল। তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে শনিবার বেলজিয়ামের বিপক্ষে গোল করতে পারেননি। তারপরও সবার চেয়ে অনেক এগিয়ে। তাকে চ্যালেঞ্জ জানানোর মতো কে আছে আর দুই ফাইনালিস্ট দলে?

ফরাসি স্ট্রাইকার আঁতোয়া গ্রিজমান ও কিলিয়ান এমবাপে রাশিয়া বিশ্বকাপে তিনটি করে গোল করেছেন। সেইড ১৯৮২ বিশ্বকাপের ফাইনালে পাওলো রশি হ্যাটট্রিক করেছিলেন। এরপর আর এমন কীর্তি নেই। নেই বলে গোলের বিশ্বকাপ রাশিয়ায় যে হবে না তা কে বলতে পারে? এমবাপে বা গ্রিজমানের মধ্যে কেউ তিনটি গোল করে ফেললে তো হ্যারি কেনের সমান হয়ে যাবে তাদের গোল সংখ্যা। ভাগাভাগি করতে হবে বুট। কিন্তু ব্যাপারটা বলা যতো সম্ভব হচ্ছে কাজটা করা ততো কঠিন। কিন্তু খেলাটা ফুটবল। এবং রাশিয়া বিশ্বকাপ তো কতো বিস্ময়ই না উপহার দিয়ে গেল। আরো আছে কি না কে জানে!

ফ্রান্সের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া দলে দুটি করে গোল করা খেলোয়াড় আছেন তিনজন। লুকা মদ্রিচ, ইভান পেরিসিচ ও মারিও মানজুকিচ এই ত্রয়ী। কিন্তু ফাইনালে চার গোল কিংবা তার বেশি! ভাবনাটা বেশি বাড়াবাড়ি হয়ে যায়। তাই হ্যারি কেনের দিকেই পাল্লাটা ঝুঁকে থাকছে বেশি।

১৯৮৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতেছিলেন গ্যারি লিনেকার ৬ গোল করে। তিনিই প্রথম ইংলিশ। এবং এখন পর্যন্ত শেষ। তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পেয়েও হ্যারি কেন তা করতে পারেননি। তার ৬ গোল এসেছে ইংল্যান্ডের প্রথম চার ম্যাচ থেকেই। তারপর আর গোলের দেখা পাননি। এই ছয় গোলের তিনটি পেনাল্টি স্পট থেকে। টুর্নামেন্টের শেষ তিন ম্যাচে একটিও গোল করা হয়নি ইংলিশ ফরোয়ার্ডের।

শনিবারের ম্যাচের পর তাই আক্ষেপই ঝরেছে হ্যারি কেনের কণ্ঠে, ‘এতে বোঝা যায় গ্রুপপর্বটা আমাদের জন্য দারুণ ছিল এবং আমরা অনেক গোল করেছি। অবশ্যই শেষ ম্যাচগুলোতে গোল পেলাম না বলে আমি হতাশ। তবে ওটা (গোল্ডেন বুট) জিততে পারলে তা হবে আমার জন্য গর্বের।’

বেলজিয়ামের রোমেলু লুকাকু (৪ গোল), টুর্নামেন্টের শুরুর গোল্ডেন বুট জয়ের ফেভারিট পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদো (৪ গোল), স্বাগতিক রাশিয়ার বিস্ময় দেনিস চেরিশেভ (৪ গোল) শুরুতে হ্যারি কেনের সাথে প্রতিযোগিতায় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে হ্যারি কেন অনেকটাই একা এবং প্রায় নিশ্চিত তার গোল্ডেন বুট জেতাটা। সূত্র : বিবিসি।