শাহজালালে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ

ডেস্ক রিপোর্ট : আগুন ও ধোঁয়া সৃষ্টির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপার্চার (বহির্গমন) টার্মিনালে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুর রহমান জাগো নিউজকে বলেন, ‘ডিপার্চার টার্মিনালের ধোঁয়া দেখার পরপরই সবাইকে বাইরে বের হওয়ার নির্দেশনা দেয়া হয়। তখন থেকেই ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রয়েছে।’

সর্বশেষ রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিট এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ ছিল। এদিকে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকায় হজযাত্রীসহ অন্যান্য যাত্রীরা বোর্ডিং গেটে যেতে পারছেন না। যাত্রী না থাকায় কমপক্ষে ১০টি ফ্লাইট বিলম্বে ছাড়ার তথ্য পাওয়া গেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপার্চার টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিমানকর্মী জাগো নিউজকে জানান, বিকেলে হঠাৎ ইমিগ্রেশনের পাশে কয়েকটি কক্ষ ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে সিভিল এভিয়েশনের নিরাপত্তা বিভাগ সবাইকে টার্মিনাল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশনা দেন। মুহূর্তের মধ্যে গোটা টার্মিনাল ফাঁকা হয়ে যায়। এ সময় হজযাত্রীসহ শিডিউল ফ্লাইটের বিপুল সংখ্যক যাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ার উৎসস্থল খুঁজতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।