বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে যা থাকছে

স্পোর্টস ডেস্ক: ফাইনালের মধ্য দিয়ে আজ রাতে শেষ হচ্ছে রাশিয়া বিশ্বকাপের আমেজ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া ফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই দেশ ফ্রান্স ও ক্রোয়েশিয়া।

রীতি অনুযায়ী বিশ্বকাপ শুরু এবং ফাইনাল ম্যাচের আগে জমকালো আয়োজন হয়ে থাকে। সেই প্রথার ব্যতিক্রম হবে না রাশিয়া বিশ্বকাপেও। ফাইনাল ম্যাচ শুরুর আগে জমকালো সেই আয়োজনে যা থাকছে।

ফাইনাল ম্যাচ শুরুর ঠিক তিরিশ মিনিট আগে লুঝনিকি স্টেডিয়ামের গ্যালারি মেতে উঠবে উইল স্মিথের ‘লিভ ইট আপ’ গানে।

রাশিয়া বিশ্বকাপের থিম সং গাইবেন মার্কিন অভিনেতা উইল স্মিথ, কসোভোর পপ গায়িকা ইরা ইস্ত্রেফি এবং কলম্বিয়ান রেগেটন স্টার নিকি জ্যাম। মাঠ মাতাবেন স্মিথ-ইরা-নিকি।তারপরই থাকছে সিওলের গানের দল পপ ব্যান্ড এক্সো’র পারফরম্যান্স।