সাব-ইন্সপেক্টর মৌসুমী হামিদ

moushumi hamidবিনোদন ডেস্ক: সাব-ইন্সপেক্টর সুলতানার কড়া শাসনে অপরাধীরা। ক্রাইমের সঙ্গে জড়িত মানুষদের শায়েস্তা করাই সুলতানার প্রধান লক্ষ্য। তিনি মনে করেন, শাসনের মাধ্যমেই অপরাধীদের আলোর পথ দেখানো সম্ভব। ‘হানিফ দারোগা’ শিরোনামের সাত পর্বের একটি ধারাবাহিকে এমনি এক চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদকে।

এটিতে হানিফ দারোগা চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন উজ্জ্বল মাহমুদ।

মৌসুমী হামিদ বলেন, নাটকের গল্পে দুটি মানুষের ভিন্ন পয়েন্ট অব ভিউ দেখানো হয়েছে। একজন অপরাধীদের শাসনের মাধ্যমে ভালো করতে চান। আরেকজন ভালোভাবে বুঝিয়ে আলোর পথে আনতে চান। আসলে ভালোবাসা দিয়েই সব কিছু জয় করা যায়। এটা নাটকটির শিক্ষণীয় একটি বিষয়। পুলিশের চরিত্রে কাজ করতে ভালো লাগছে। ইন্টারেস্টিং একটি কাজ। দর্শকদের নাটকটি ভালো লাগবে। সোমবার থেকে রাজধানী ঢাকার অদূরে পুবাইলে নাটকটির শুটিং শুরু হয়েছে। শুটিং চলবে টানা ৪ দিন। আগামী ঈদুল আজহার জন্য এটি নির্মিত হচ্ছে।