শাহবাগে বাসচাপায় পথচারী নিহত, চালক আটক

শাহবাগ: রাজধানীর শাহবাগে রাস্তা পারাপারের সময় ওমর ফারুক (৬০) নামে এক

পথচারী প্রাণ হারিয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগের ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পারাপারের সময় মেশকাত পরিবহণের একটি বাস বেপরোয়া গতিতে এসে পথচারী ওমর ফারুককে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ সময় উত্তেজিত জনতা গাড়িটি আটক করে চালক আমিনুল ইসলামকে (৩৯) পুলিশের হাতে সোপর্দ করে।

শাহবাগ থানার ওসি মো. আবুল হাসান যুগান্তরকে জানান, নিহত ওমর ফারুককের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। তিনিও একজন গাড়ি চালক বলে জানা গেছে। পথচারীকে চাপা দেয়া বাস ও এর চালক আমিনুল থানায় আটক আছে।