কেশবপুরে ৩০ লক্ষ শহীদদের স্মরনে ১২ হাজার বৃক্ষরোপণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১২ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে।

kpur newsবুধবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃক্ষ রোপন কাজে অংশ নেয়। কেশবপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলার মাগুরাডাঙ্গা-গড়ভাঙ্গা স্কাউট সড়ক ও বড়েঙ্গা-কন্দর্পপুর সড়কে বারো হাজার ফলদ ও বনজ জাতীয় গাছের চারা রোপন করা হয়েছে। মাগুরাডাঙ্গা-গড়ভাঙ্গা স্কাউট সড়কে উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা স্কাউটস কমিশনার নূরুল ইসলাম খান, সম্পাদক দীন ইসলাম, কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: আসাদুজ্জামান, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, শিক্ষক মাহবুবুর রহমান টুলু প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঘোষনা অনুযায়ী পরিবেশ রক্ষা এবং ৩০ লক্ষ শহীদের স্মরণে দেশ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে কেশবপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত ছয় হাজার গাছের চারা রোপনসহ ওই সড়ক দু’টিতে অতিরিক্ত আরও ছয় হাজার গাছের চারা রোপন করা হয়।