ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি!

স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগেও কোচের জন্য হাহাকার ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। কিন্তু কোচ নিয়োগের জন্য দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেনকে পরামর্শক করার পর সব একে একে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই বাংলাদেশ নতুন প্রধান কোচ হিসেবে ইংল্যান্ডের স্টিভস রোডসকে পেয়েছে। এই সফরের মধ্যেই ফিল্ডিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার রায়ান কুক যোগ দিয়েছেন। এবার সিরিজের প্রথম ওয়ানডের দিন নতুন ব্যাটিং পরামর্শক দলের সঙ্গে যোগ দেবেন।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বিষয়টা নিশ্চিত করেছেন। তিনি নাম না বললেও বিসিবির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ব্যাটিং পরামর্শক হচ্ছেন ৪২ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার নিল ম্যাকেঞ্জি।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার বিকেলে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে আমাদের জাতীয় দলের সঙ্গে একজন ব্যাটিং পরামর্শক যোগ দেবেন। সব চূড়ান্ত হয়ে আছে। সব ঠিক থাকলে আশা করছি ২২ জুলাইয়ের মধ্যেই যোগ দেবেন। এখন যাদের নেয়া হচ্ছে তাদের ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে নেয়া হচ্ছে। ব্যাটিং পরামর্শকের সঙ্গে সেভাবে চুক্তি হবে।’

ব্যাটিং পরামর্শকের নামটা নিল ম্যাকেঞ্জি কিনা? তিনি বলেন, ‘চুক্তির কিছু নিয়মকানুন থাকায় নামটা এখনই বলা যাচ্ছে না।’

এদিকে অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। দু’একদিনের মধ্যেই সিরিজের সূচি চূড়ান্ত হয়ে যাবে বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী, ‘খুব শিগগিরই জিম্বাবুয়ে সিরিজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। বিসিবি ও জিম্বাবুয়ে ক্রিকেট অপারেশন্স এ সিরিজ নিয়ে একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। দু’একদিনের মধ্যেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।’

এদিকে অনূর্ধ্ব-১৯ দলের নতুন কোচ শ্রীলংকার নাভিদ নওয়াজকে নিয়ে নিজামউদ্দিন বলেন, ‘২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। সেভাবে আমরা পরিকল্পনা করছি। নাভিদ নওয়াজের পাশে কিছু সাপোর্টিং স্টাফ নিয়োগ দেয়ারও পরিকল্পনা রয়েছে। সে ক্ষেত্রে স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ নিয়োগ হতে পারে খুব শিগগিরই। যুবাদের কিছু সিরিজ নিশ্চিত করেছি। আমাদের সঙ্গে শ্রীলংকা ও ইংল্যান্ডের হোম ও অ্যাওয়ে সিরিজ নিশ্চিত হয়েছে। এছাড়া বিশ্বকাপের আগে জিম্বাবুয়েতে কন্ডিশনিং ক্যাম্প বা বাড়তি কিছু ম্যাচ খেলা যায় কিনা সেটা বিবেচনায় রয়েছে।’

যুব দলের লংকান কোচ নাভিদ ক্যারিয়ারে খেলেছেন মাত্র একটি টেস্ট। ২০০২ সালে ওই টেস্টের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। সাবেক বাঁ-হাতি লংকান ব্যাটসম্যান খেলেছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও।