লৌহজংয়ে ট্রাক নিয়ে ভেঙে পড়ল বেইলি ব্রিজ

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলুদিয়ায় মালবাহী ট্রাক নিয়ে বেইলি ব্রিজ ভেঙে পড়েছে।

এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে শিমুলিয়া ঘাটের সাথে লৌহজং, টঙ্গিবাড়ী এবং সদর উপজেলার সরাসরি যোগাযোগ।

মুন্সীগঞ্জ রোডস এন্ড হাইওয়ের উপ-প্রকৌশলী মো: ছালাউদ্দীন জানান, বৃহস্পতিবার ভোরে লৌহজংগামী সিমেন্টবাহী একটি ট্রাক পার হওয়ার সময় ভেঙে পড়ে ব্রিজটি।

ফলে কয়েকটি উপজেলার সাথে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পাঁচ টনের উপর এই সতু দিয়ে গাড়ি চলাচল নিষেধ থাকলেও তা অমান্য করে ট্রাকটি ব্রিজে ওঠেছিল।

ট্রাকটি উদ্ধার করে জনদুর্ভোগ কমাতে দ্রুত ব্রিজ নির্মাণ কাজ হাত নেয়া হচ্ছে বলে জানান তিনি।