টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে পূর্বশত্রুতার জেরে মকবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মকবুল হোসেন ওই ওয়ার্ডের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। নিহতের পরিবার জানায়, পূর্বশত্রুতার জেরে শনিবার সকাল ১০টার দিকে মকবুল হোসেন ও প্রতিবেশী মৃত আবদুল বারেকের ছেলে জুলহাস উদ্দিনের মধ্যে ঝগড়া বাধে।
একপর্যায়ে জুলহাস ও তার লোকজন বৃদ্ধ মকবুল হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করে। উদ্ধার করে মকবুল হোসেনকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই আবদুস ছবুর মিয়া (৭০) বলেন-আমার ভাইকে যারা মেরেছে তাদের আমি ফাঁসি চাই।
সখীপুর থানার এসআই শামসুল আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই ছবুর মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছে।