স্টাফ রিপোর্টার, যশোর : যশোরে কথিত ডাকাতদের মধ্যে ‘গোলাগুলিতে’ অজ্ঞাত দুই জন নিহত হয়েছে। বুধবার ভোররাতে যশোর-মনিরামপুর সড়কের কানাইতলায় ‘গোলাগুলির’ এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, যশোর-মণিরামপুর সড়কের কানাইতলায় দু’দল ডাকাতদের মধ্যে গোলাগুলি হচ্ছে বলে রাতে পুলিশ খবর পায়। খবর পেয়ে সেখানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় সেখানে গুলিবিদ্ধ অবস্থায় দুই জনকে পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ আরো জানান, ঘটনাস্থল থেকে গাছ কাটা করাত, ৩টি হাশুয়া ও কিছু দড়ি উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের নামপরিচয় এখনও সনাক্ত করা যায়নি।