‘রাজশাহীতে বুথের বাইরে ব্যালটে সিল’

rajshahi city corporation rccডেস্ক রিপোর্ট: রাজশাহীর ইসলামিয়া কলেজ কেন্দ্রে ব্যালট পেপার বাইরে নিয়ে সিল মারার অভিযোগ নৌকা প্রতীকের প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। নগরীর এ কেন্দ্রের বুথে সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে না পুলিশ। এ কেন্দ্রে নৌকা সমর্থকদের ১০ থেকে ১৫ জনের একেকটি গ্রুপ ব্যালট পেপার বাইরে নিয়ে সিল মেরে আবার ভিতরে পাঠিয়ে দিচ্ছেন। আর তা করছে পুলিশের সামনেই।

এ ব্যাপারে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবদুল্লাহিল শাফি বলেন, বুথের ভিতরে কাউকে ঢুকতে দেয়া যাবে না। উপর থেকে নিষেধ আছে।

কার অনুমতি লাগবে সাংবাদিকরা জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, তা আমি বলতে পারবো না। তবে আমি আপনাদের ভিতরে যেতে দিব না।

ব্যালট বই ছেড়া কেনো জানতে চাইলে তিনি জানান, ওগুলোর ভোট শেষ হয়ে গেছে।

এরপরে ঢাকা রেঞ্জের আজাদ নামে এক পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের শাসিয়ে বলেন, আপনারা এখানে আসছেন ভালো কথা। ভিতরে যেতে পারবেন না।

অন্যদিকে শাহারা খাতুন নিন্ম উচ্চ-মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভিতরেও সাংবাদিকদের ঢুকতে দেয়নি প্রিজাইডিং অফিসার রঞ্জিত কুমার শাহ। এ কর্মকর্তা বলেন, আপনাদেরকে অনুমতি নিয়ে আসতে হবে। এছাড়া বুথের ভিতরে যেতে পারবেন না।