সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনসহ নিহত ৮

bidutসিরাজগঞ্জ: সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ ৮ জন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার কাদাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাদাই গ্রামের মেঘা শেখের ছেলে আব্দুস সাত্তার (৫০), তার ভাতিজা আব্দুল হামিদের ছেলে ছানোয়ার হোসেন (২৫), আবু তাহেরের ছেলে আব্দুল্লাহ (১৩), কাসেমের ছেলে মমিন (৩০), আব্দুল আলীমের ছেলে সজীব (১৩), আমিনুলের ছেলে রাজু (১৪), আবুল হোসেনের ছেলে হাবিব (২৪) ও মৃত হাবিবুর রহমানের ছেলে রফিকুল (৩০)।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কাদাই গ্রামে বর্ষার পানিতে একটি টিনের ঘর (দোকান) বৃষ্টির পানিতে ডুবে যায়। দুপুরে স্থানীয় ১০-১২ জন দোকানটি উঠিয়ে অন্য স্থানে সরিয়ে নেয়ার সময় পল্লী বিদ্যুতের একটি তার ঘরের টিনের ওপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবাই পানিতে পড়ে যান।

পরে তারটি কেটে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে একে একে ৬ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

অপর দু’জনকে মেডিনোভা হাসপাতালে নিয়ে গেলে তাদেরও মৃত ঘোষণা করেন ডা. আকরামুজ্জামান।

নিহতদের মধ্যে ৪ জন তাঁত শ্রমিক, ১ জন ব্যবসায়ী ও ৩ জন ছাত্র রয়েছেন।

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার করে টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন।