জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাসহ বেশ কিছু মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামিন পাওয়ায় ঈদুল আজহার আগেই তার মুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তার পক্ষের আইনজীবীরা। সোমবার (৬ আগস্ট) কুমিল্লার নাশকতার এক মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় তার আইনজীবী জয়নুল আবেদীন ও এএম মাহবুব উদ্দিন খোকন এ আশাবাদ ব্যক্ত করেন।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘আজ যে মামলায় জামিন হয়েছে সেটি হচ্ছে স্পেশাল পাওয়ার অ্যাক্টের। অর্থাৎ কুমিল্লার নাশকতার মামলায় আমরা হাইকোর্টে জামিন আবেদন করেছিলাম। সেই আবেদন শুনানি নিয়ে জামিন না দিয়ে এক আদেশে বলেন, কুমিল্লার আদালতে আবেদন করার জন্য। সেই আদেশ অনুযায়ী আমরা কুমিল্লার কোর্টে আবেদন করেছিলাম। ওই কোর্টে আমাদের আবেদন খারিজ করে দেওয়া হয। এরপর সে খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করি এবং জামিন চাই। সে আবেদনের ওপর দুই দিন শুনানি হয়েছে। শুনানি শেষে আদালত আজ তার আদেশে আপিল গ্রহণ করে এবং ৬ মাসের জামিন দেন।
আর কয়টি মামলায় জামিন পেতে হবে এমন প্রশ্নের জবাবে জয়নুল আবেদীন বলেন, ‘আজ কুমিল্লার আরও একটি হত্যা মামলার আদেশের জন্য রয়েছে। আরও প্রায় তিনটি মামলায় জামিন পেলে ঈদের আগেই তার মুক্তি মিলবে বলে আশা করছি।’
খালেদা জিয়ার আরেক আইনজীবী এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘কুমিল্লার নাশকতার মামলায় যত আসামি আছে তাদের সবারই জামিন হয়েছে। কিন্তু একমাত্র আসামি খালেদা জিয়ার জামিন হয়নি। হাইকোর্ট এ মামলায় আজ জামিন দিলেও প্রথমেই তার জামিন হওয়া উচিত ছিল।’
তিনি আরও বলেন, ‘কুমিল্লার দুই মামলায় জামিন হওয়ার পর নড়াইলের আরও একটি মামলা রয়েছে। নড়াইলের মামলাটি জামিন হলে, আমরা আশা করি খালেদা জিয়া তাড়াতাড়ি বের হবেন। সব ঠিকঠাক থাকলে খালেদা জিয়াকে ঈদের আগেই বের হবেন।’
এর আগে সোমবার সকালে (৬ আগস্ট) কুমিল্লায় বাসে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছয় মাসের জামিন পান।
খালেদা জিয়ার করা আবেদনের শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
গত ২৩ জুলাই হাইকোর্ট এক আদেশে বিচারিক আদালতে এই মামলায় খালেদা জিয়ার করা জামিনের আবেদন ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনাল খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করে আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল করে জামিন চান। খালেদা জিয়ার আবেদনের ওপর শুনানি নিয়ে আজ আদেশ দেন হাইকোর্ট।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দিয়ে রায় দেন বিচারিক আদালত। এরপর থেকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন তিনি।