রাবিতে ১৭ আগস্ট থেকে বন্ধ হচ্ছে আবাসিক হল

রাবি প্রতিনিধি: শোক দিবস, ঈদ-উল-আযহা ও জন্মাষ্টমীর ছুটি উপলক্ষে আগামী ১৭ আগস্ট (শুক্রবার) থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলসমূহ বন্ধ হচ্ছে । এদিন বেলা ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় হলসমূহ খুলে দেয়া হবে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে বিশ্ববিদালয় কর্তৃপক্ষের কাছে আগামী ১৬ আগস্ট থেকে আবাসিক হল বন্ধের সুপারিশ করেছে প্রভোস্ট কাউন্সিল।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ ১৬ আগস্ট বৃহস্পতিবার থেকে ৩০ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ১৯ আগস্ট রবিবার থেকে ৩০ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া ৩১ আগস্ট ও ১ সেপ্টম্বর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকল কার্যক্রম বন্ধ থাকবে। জন্মাষ্টমী উপলক্ষে ২ সেপ্টেম্বর রবিবার বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস কার্যক্রমও বন্ধ থাকবে। ৩ সেপ্টেম্বর সোমবার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস শুরু হবে।