নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরে এক যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই নারীসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন।
মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার সোনামুড়ির টেক এলাকায় মিতালী পরিবহনের একটি বাসের সঙ্গে ওই মাইক্রোবাসের সংঘর্ষ হয়।
নিহত দুই নারীর মধ্যে একজনের নাম সাবিনতুন নেসা। অপর নারী ও পুরুষের নাম-পরিচয় জানা যায়নি। আহতদেরকে নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাম হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।