একুশে পদক প্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সোমবার রাত ৯টা ২৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাম সারওয়ারের মৃত্যু হয়।
গোলাম সারওয়ার এর মৃত্যুতে এক শোকবার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মরহুমের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানান এবং সাংবাদিকতার ক্ষেত্রে তার অতুলনীয় অবদানের কথা স্মরণ করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর শোক:
সমকাল সম্পাদক গোলাম সরওয়ারের মৃত্যু সাংবাদিকতার ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল এ তথ্য নিশ্চিত করেছেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন গোলাম সারওয়ার। দেশে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে তিনি সবসময় সোচ্চার ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি সাংবাদিকদের অধিকার ও দাবি আদায়ের সব আন্দোলনেও সক্রিয় ভূমিকা রাখেন।’ তিনি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
স্পিকারের শোক:
গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। এক শোকবাণীতে স্পিকার বলেন, গোলাম সারওয়ারের মৃত্যুতে জাতি একজন দেশবরেণ্য সাংবাদিককে হারালো। তিনি সংবাদ মাধ্যমের এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব এবং আজীবন সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। প্রথিতযশা এই সাংবাদিকের মৃত্যুতে বাংলাদেশের সংবাদ অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি হল। মুক্তিযুদ্ধে ও সংবাদ মাধ্যমে তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।
স্পিকার মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।