চলন্ত গাড়িতে আইফোন সিক্স বিস্ফোরণ (ভিডিও)

আইফোন। বিশ্বজুড়ে প্রযুক্তিপণ্য প্রেমীদের কাছে কাঙ্খিত একটি ব্রান্ড। আইফোনের প্যারেন্ট কোম্পানি মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই বাজারে ছাড়ে অাইফোন। তবে এবার চীনের সাংহাইয়ে একটি চলন্ত গাড়ির মধ্যেই আইফোন ৬ বিস্ফোরিত হয়েছে। গাড়ির ড্যাশক্যামে বিস্ফোরণের ভিডিওটি ধারণ হয়েছে, যা পরে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা গেছে, গাড়ির ড্যাশবোর্ডে আইফোন ৬ মডেলের ডিভাইসটি রাখা ছিল। গাড়ি চলার সময় হঠাৎ করে সেটিতে আগুন ধরে যায়। এতে ফোনটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় গাড়িতে থাকা ব্যক্তির চিত্কার শোনা যায়। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।

ফোনটির ব্যবহারকারী জানিয়েছেন, প্রায় ছয় মাস আগে তিনি চীনের স্থানীয় এক দোকান থেকে ডিভাইসটির ব্যাটারি পরিবর্তন করে নিয়েছিলেন। যদিও ডিভাইসটিতে হঠাৎ করে আগুন ধরার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ব্যাটারি পরিবর্তনের কারণেই এমনটা হয়ে থাকতে পারে।

স্মার্টফোন বিস্ফোরণের বড় কারণ অতিরিক্ত চার্জ বা নকল ব্যাটারি। এমনকি নকল চার্জার ব্যবহারের কারণেও বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।