মালদ্বীপে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

মালদ্বীপে আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৭ আগস্ট) মালদ্বীপের রাজধানী মামে মাফানু মাদ্রাসায় অডিটোরিয়াম হলরুমে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালন করে মালদ্বীপ আওয়ামী লীগ ও যুবলীগ।

মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাদবরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহ জালাল সিকদারের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, তর্জমা ও দোয়া করা হয়। এসময় উপস্থিত সকলে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

মালদ্বীপস্থ প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে জাতীয় শোক দিবসের তাৎপর্যের উপর একটি বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপরিসীম ত্যাগ ও তিতিক্ষার উপর আলোকপাত করা হয়৷

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রধান অতিথি মোঃ শফিকুল ইসলাম, শিক্ষক জামাল উদ্দীন স্কুল মালদ্বীপ। বিশেষ অতিথি মালদ্বীপ জাতীয় হ্যান্ডবল দলের প্রধান কোচ আমজাদ হোসেন, মালদ্বীপ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, উপদেষ্টা মফিজ উদ্দীন, সহ-সভাপতি মোঃ আকবর হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী আবিদুর রহমান, সিরাজুল ইসলাম আকন। এছাড়াও মালদ্বীপ আওয়ামী লীগের সহ-সভাপতি ফাইজুর রহমান, দপ্তর সম্পাদক এস এম রুবেল মৃধা, সদস্য নুরে আলম রিন্টু, এ আর মামুন, এনামুল হক জাকির, মোঃ আনিস, মালদ্বীপ আওয়ামী যুবলীগের সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেন, যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম আরজু৷

বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদানের উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-মালদ্বীপ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক জামাল, সদস্য, ফারুক খান, মোঃ সোহাগ, নাজমুল, যুবলীগের আহ্বায়ক সেলিম ফরাজী, উপদেষ্টা মোঃ নান্টু ও মালদ্বীপস্থ সোনার বাংলা শিল্পী গোষ্ঠী সহ মালদ্বীপ কর্মরত অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা৷