সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার কয়েকটি গ্রামের শতাধিক মুছল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
মঙ্গলবার সকালে ৮টায় শহরের দুলদুল মিয়ার চাতালে অস্থায়ী ঈদগাহ ময়দানে এ নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে ইমামতি করেন রেজাইল ইসলাম। দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুন্ডুর চিথলীপাড়া, ভালকী, বৈঠাপড়া ও ফলসিসহ আরো কয়েকটি গ্রামের মানুষ ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন।