গ্রেনেড হামলাকারীদের সঙ্গে কিসের সংলাপ?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারেক রহমানের নীলনকশায় বাস্তবায়ন হয় গ্রেনেড হামলা। গ্রেনেড হামলাকারীদের সঙ্গে কিসের সংলাপ?

তিনি বলেন, কোকোর মত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছুটে গিয়েছিলেন সন্তানহারা মাকে সান্ত্বনা দিতে। তারা প্রধানমন্ত্রীর মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। ঘরের দরজা যে দিন বন্ধ হলো, সেই দিনই সংলাপের দরজা বন্ধ হয়ে গেছে।

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকালে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট বাজারের জিরাপয়েন্টে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবশে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, কবিরহাট পোরসভা আওয়ামী লীগের সভাপতি মো. হানিফ, সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান রতন, প্রবীণ আওয়ামী লীগ নতা মফিজ উল্যাহ বি.কম প্রমুখ।