কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল নিয়ে বের হয়েছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার (২৪ আগস্ট) সকাল সোয়া ৯টায় রাজধানীর বনানী কামাল আতাতুর্ক রোডে এ বিক্ষোভ মিছিল হয়েছে। বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মিছিলটি বনানীর কামাল আতাতুর্ক রোডের মাঝামাঝি থেকে শুরু হয়ে কাকলী মোড়ের কাছে এসে শেষ হয়। মিছিলে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।