মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই

মাগুরায় কথিত বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার রাত ২টা ৫ মিনিটে শহরের রাউতলা নামক স্থানের ইটেরভাটার পাশেই এ ঘটনা ঘটেছে।

নিহতদের নাম, শিবাদুল ইসলাম শিবা(৪২) ও কামাল মোল্লা(৩২)। শিবার বাড়ি মাগুড়ায় ও কামালের বাড়ি যশোরের বাগাড়পাড়ায় বলে স্থানীয়রা শনাক্ত করেছেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, এলাকায় গত দুই তিন মাসে বেশ কয়েকটি ডাকাতের ঘটনা ঘটেছে। ডাকাতির মালামালের ভাগাভাগি নিয়ে দুই দল ডাকাতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখেন।

তারিকুল ইসলাম বলেন, দুইজনের মাথায় গুলি লেগেছিল। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। পরে স্থানীয় লোকজন তাদের পরিচয় শনাক্ত করেন।

পুলিশ জানায়, শিবার বিরুদ্ধে আটটি ও কামালের বিরুদ্ধে পাঁচটি ডাকাতির মামলা রয়েছে।