চাঁদের গর্তে বরফের সন্ধান!

সৌরজগত নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। এ নিয়ে বহু আগেই শুরু হয়েছে গবেষণা। আর তারই জের ধরে এবার চাঁদের মাটিতে মিলল বরফের সন্ধান! স্বাভাবিক ভাবেই এমন খবরে উচ্ছ্বসিত মহাকাশ বিজ্ঞানীরা। মহাকাশযান চন্দ্রায়ন-১-এর তোলা ছবি থেকে চাঁদে বরফের অস্তিত্ব পেলেন নাসার মহাকাশ বিজ্ঞানীরা।

এ ব্যাপারে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, নাসার চন্দ্রবিজ্ঞানী সারাহ নোবেল রয়টার্সকে জানিয়েছেন, ঠিক কতটা পানি রয়েছে তা এখনও জানা যায়নি।

এদিকে, ২১ অাগস্ট নাসা তাদের টুইটার হ্যান্ডেলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে চাঁদের দুই মেরুতেই বরফ রয়েছে। দক্ষিণ মেরুতে বড় বড় গর্তের মধ্যে বরফ জমাট বেঁধে আছে। উত্তর মেরুতে বরফ বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে রয়েছে। চন্দ্রযান-১’র পাঠানো ছবি থেকে এই দৃশ্য স্পষ্ট দেখা গেছে।

চাঁদের বিস্তীর্ণ এলাকায় বরফের অস্তিত্ব দেখতে পাওয়ার পরে স্বাভাবিক ভাবেই চাঁদে পানির সন্ধান পাওয়া নিয়েও আশা বাড়ছে। এর আগেও চাঁদে বরফ থাকার সম্ভাবনার কথা বলেছিলেন বিজ্ঞানীরা। এবারের ছবি সামনে আসার পরে সেই সম্ভাবনা আরও জোরালো হল।