খালেদাকে নিয়ে সতর্কতা, ড. কামালের উদ্যোগকে স্বাগত ইনুর

আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে নির্দেশ দিয়েছেন, তা নিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সেই সঙ্গে গণফোরাম নেতা ড. কামাল হোসেনের ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়েছেন তিনি।

ঈদুল আজহা ও দুই দিনের সাপ্তাহিক ছুটি শেষে রবিবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা বলেন সরকারের মুখপাত্র।

নির্বাচন এলেই বিএনপি এটা নিয়ে হইচই ও শোরগোল করে বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী। বলেন, এগুলো নির্বাচনকে ভালো করা নয়, বানচালের জন্য করা হয়।

এ সময় আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে খালেদা জিয়ার আহ্বান নিয়ে কথা বলেন ইনু।

শনিবার কারাগারে বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল। এ সময় খালেদা জিয়া এই আহ্বান জানিয়েছেন বলে জানান বিএনপির মহাসচিব।

তথ্যমন্ত্রী বলেন, ‘জঙ্গি, সন্ত্রাসের আসল মাতা খালেদা জিয়া যখন আন্দোলনের হুমকি দেন, তখন আমরা আশঙ্কিত হই এ কারণে যে, এই আন্দোলনের হুমকি মানে আগুন সন্ত্রাসের হুমকি, জঙ্গি সন্ত্রাসের হুমকি, নির্বাচন বানচালের হুমকি, অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার হুমকি।’

‘সুতরাং আমি দেশবাসীকে সতর্ক করছি যে জঙ্গি সন্ত্রাসের আসল মাতা বেগম খালেদা জিয়ার আন্দোলনের হুমকিতে সতর্ক থাকবেন এবং দেশকে বিভিন্ন রকম নাশকতা, অন্তর্ঘাত এবং সংঘর্ষ থেকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ থাকবেন।’

বিএনপি খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মাতা’ উপাধি দিলেও ইনু তাকে ‘জঙ্গি, রাজাকারতন্ত্রের আসল মাতা’ হিসেবে ‍উল্লেখ করেন।

কামাল হোসেনের উদ্যোগকে স্বাগত

গণফোরাম নেতা কামাল হোসেনের জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের সংস্কারের দাবি নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সরকারের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো দল, মত, ব্যক্তি, চক্রের নির্বাচন করার অধিকার আছে, জোট করার অধিকার আছে এবং নির্বাচনকে সংস্কার করতে যে কোনো দাবি তোলার অধিকার আছে।’

‘এই দাবি উত্থাপিত হলে নির্বাচন কমিশন জবাব দেবে এবং নির্বাচন কমিশন যে প্রস্তাবগুলো পাঠাবে, সেগুলো সেই দিনের যে সরকার ক্ষমতায় থাকবে, সেগুলো কার্যকর করার ব্যবস্থা নেবে।