মাগুরায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৪০

মাগুরার মহম্মদপুরের ঘুল্লিয়া গ্রামে গত রাতে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। তাদের মাগুরা সদর হাসপতাল ও মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান- পূর্ব বিরোধের জের ধরে ঘুল্লিয়া গ্রামে বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজান শিকদার ও সাকিবুল ইসলাম পিকুলের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে রবিবার সকালে সামান্য কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরবর্তীতে রাত ৯টার দিকে উভয়পক্ষ ঢাল-সড়কি, রামদা ছ্যানদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। রাত ২টা পর্যন্ত সংঘর্ষ চলে।

এ সময় উভয়পক্ষে অন্তত ৪০ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৩০ জনকে মাগুরা ও মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।