অনলাইনে ফ্রি গেম না খেলার আহ্বান দুবাই পুলিশের

অনলাইনে ফ্রি গেম খেলা এখন বিনোদনের জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। তরুণদের মধ্যে অনলাইনে ফ্রি গেম খেলার হার তুলনামূলকভাবে বেশি। কিন্তু এতে করে তারা হ্যাকার ও সাইবার অপরাধীদের সহজ শিকারে পরিণত হন। যাদের এ আসক্তি আছে তাদের সতর্ক করে সম্প্রতি বার্তা দিয়েছে দুবাই পুলিশ।

টুইটারে ২৫ আগস্ট এক ভিডিও বার্তায় দুবাই পুলিশ জানায়, বেশিরভাগ ‘ফ্রি’ অনলাইন গেম আপনার গোপনীয়তা লঙ্ঘন করে ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যবহার করে মুনাফা অর্জন করে। তাই সতর্ক হোন এবং পরিবারের সদস্যদের সচেতন করুন। আপনার নিরাপত্তা আমাদের আনন্দ। স্মার্ট হোন এবং নিরাপদ থাকুন। সূত্র: খালিজ টাইমস